মার্সেইয়ের বিপক্ষে ঘটনাবহুল ম্যাচে রেয়াল মাদ্রিদের শক্তি ও ঘাটতির জায়গাগুলো স্পষ্ট বুঝতে পেরেছেন শাবি আলোন্সো। ম্যাচের শেষ দিকে একজন কম নিয়ে দল যেভাবে দাপুটে ফুটবল অব্যাহত রেখেছে, সুযোগ তৈরি করেছে সেটা ভীষণ ভালো লেগেছে তার। কিন্তু অসংখ্য সুযোগ যেভাবে হাতছাড়া হয়েছে সেটা মোটেও ভালো লাগেনি রেয়াল মাদ্রিদ কোচের। সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার ২-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে রেয়াল। টিম ওয়েহর গোলে পিছিয়ে পড়ার পর, জোড়া পেনাল্টি গোলে ব্যবধান গড়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে। ঘরের মাঠে উত্তেজনায় ঠাসা লড়াইয়ে ৭২তম মিনিটে বড় এক ধাক্কা খায় রেয়াল। প্রতিপক্ষের ডি-বক্সে মার্সেই গোলরক্ষকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দানি কার্ভাহাল, মেজাজ হারিয়ে মাথা দিয়ে জেরেনিমো রুলির চোখের কাছে গুতো মেরে বসেন। ভিএআর মনিটরে দেখে স্প্যানিশ ডিফেন্ডারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচ...