দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় রেলপথ অবরোধ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সাত দফা দাবিতে সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক ও রেলপথ অবরোধের পর প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে দিনাজপুর পলিটেকনিক ও বিভিন্ন বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে অবরোধ তুলে নিলে ট্রেন ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় রেলপথ অবরোধ করে তারা। পরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ করেন। রেলপথ অবরোধ করায় পঞ্চগড় থেকে ঢাকা ও রাজশাহীগামী দুটি ট্রেন আটকা পড়ে প্রায় দুই হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। সেইসঙ্গে সড়ক অবরোধ করায় শহরের দুইপাশে কয়েকশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দাবি আদায়ে সকাল ৯টা থেকে ফুলবাড়ী বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সাত দফা দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও...