ঢাকা: ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের ওপর ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ওয়াশিংটনের হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে এ ঘটনা ঘটে।ঘটনার সূত্রপাত ঘটে যখন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) এক প্রতিবেদক ট্রাম্পকে প্রশ্ন করেন, “আপনি হোয়াইট হাউজে ফেরার পর থেকে কতটা ধনী হয়েছেন?”প্রশ্নের জবাবে ট্রাম্প প্রথমে বলেন, “আমি জানি না। যেসব চুক্তি করেছি, তার বেশিরভাগই ছিল ক্ষমতায় আসার আগের। আমার সন্তানরা এখন ব্যবসা চালাচ্ছে। আমি সারা জীবন ভবন বানিয়েছি—এটাই আমার কাজ।”তবে এর কিছুক্ষণ পরই প্রশ্নটি নিয়ে বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প। তিনি ওই সাংবাদিকের নাম উল্লেখ না করে বলেন, “আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে তোমার কথা জানাব। এভাবে প্রশ্ন করা একেবারেই অনুচিত।”এ সময় হঠাৎ করেই ট্রাম্প নিজের উদ্যোগে হোয়াইট হাউজে নির্মাণাধীন একটি নতুন বলরুমের...