ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। আজ বুধবার এই খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে মানবাধিকারকর্মীরা বলছেন, বাবাক শাহবাজি নামে ওই ব্যক্তিকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। ইরানের বিচার বিভাগের মিজান নিউজ এজেন্সির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বাবাক শাহবাজি ইরানের ডেটা সেন্টার ও নিরাপত্তা স্থাপনা সম্পর্কে স্পর্শকাতর তথ্য ইসরায়েলের হাতে তুলে দিয়েছেন। বাবাক ঠিকাদার হিসেবে টেলিকমিউনিকেশন ও সামরিক-নিরাপত্তাবিষয়ক স্থানে ‘কুলিং ডিভাইস’ স্থাপন করার কাজ করতেন। এই সুযোগে তিনি সংবেদনশীল তথ্য সংগ্রহ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য বিক্রি করতেন বলে অভিযোগ।তবে মানবাধিকারকর্মীরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের ভাষ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একটি চিঠি লিখে সাহায্য করার প্রস্তাব দেওয়ায় বাবাককে গ্রেপ্তার করা হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে ইরান তাকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য...