আগামীর পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলার লক্ষ্যে, ক্রম পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে বাংলাদেশের এইচআর, অ্যাডমিন এবং কর্পোরেট অ্যাফেয়ার্স প্রফেশনালদের নিয়ে গত ১২ সেপ্টেম্বর হোটেল রেডিসনে হয়ে গেল দিনব্যাপী অ্যানুয়াল এইচআর কনফারেন্স ২০২৫। গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সহযোগিতায়, সব প্রফেশনালদের অংশগ্রহণে, সর্বোপরি আয়োজনে ছিল এইচ আর এক্সচেঞ্জ নেটওয়ার্ক, বাংলাদেশ। এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য ছিল আগামীর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুতি (Shaping the future of work) – মূল উদ্দেশ্য ছিল নিজেদের সংযুক্ত রাখা, একে অপরকে সাহায্য করা এবং কর্মক্ষেত্রে প্রতিনিয়ত অবদান রাখা। (Connect, Collaborate and Cultivate)। প্রথমবারের মতো হয়ে যাওয়া এই কনফারেন্সে দেশের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত প্রফেশনালরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন এইচআর এক্সচেঞ্জ নেটওয়ার্ক এর আহ্বায়ক রাশেদ মোশারফ চৌধুরি, উপদেষ্টা হাসান আখন্দ এবং উপদেষ্টা শারমিন সুলতান জয়া। তারা সংগঠনের নানা উদ্যোগ এবং...