১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে (৫২) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটকের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ইরফান আহমেদ চট্রগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার জানান, ভারতে যাওয়ার সময় ইরফান আহমেদ চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। আমরা চট্রগ্রামের রাউজান থানার ওসির সাথে যোগাযোগ করেছি, তিনি মামলার বিষয় নিশ্চিত করেছেন। তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। সাংবাদিক টুটুলকে দেখতে জাতীয় হৃদরোগ হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক গোদাগাড়ীতে দুই অভিযানে...