মঙ্গল গ্রহে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে পারমাণবিক রকেট– এমনই দাবি বিজ্ঞানীদের। পারমাণবিক জ্বালানীতে রকেট চালনার নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, মঙ্গল গ্রহে যাত্রার সময় অনেক কমিয়ে আনতে এবং সৌরজগতের সবচেয়ে দূরবর্তী অংশেও ভ্রমণ সম্ভব করে তুলবে এ পদ্ধতি। এ ‘যুগান্তকারী’ উদ্ভাবনটি করেছেন ‘ওহাইও স্টেট ইউনিভার্সিটি’র একদল গবেষক, যেখানে তরল ইউরেনিয়াম ব্যবহার করে রকেটের প্রপেল্যান্টকে সরাসরি উত্তপ্ত করছেন তারা, যাতে কম জ্বালানি খরচে আরও দ্রুত ভ্রমণ করা যায়। গবেষকরা বলছেন, ‘সেন্ট্রিফিউগাল নিউক্লিয়ার থার্মাল রকেট’ বা সিএনটিআর নামের সিস্টেমটি বর্তমান রকেট প্রযুক্তি ও অন্যান্য পারমাণবিক চালিত ইঞ্জিনের তুলনায় অনেক বেশি কার্যকর। ‘ওহাইও স্টেট ইউনিভার্সিটি’র যান্ত্রিক ও মহাকাশ প্রকৌশলের সহকারী অধ্যাপক ডিন ওয়াং বলেছেন, “সাম্প্রতিক বছরগুলোতে পারমাণবিক তাপচালিত প্রপালশন প্রযুক্তির প্রতি আগ্রহ অনেক বেড়েছে। কারণ আমরা আবার মানুষকে...