কাজের সুযোগ দিচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি তাদের আওতাধীন শ্রম আপিল ট্রাইব্যুনাল ও ১০টি শ্রম আদালতে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩-২০তম গ্রেডে ৯ ক্যাটাগরির পদে মোট ৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। চলবে ১২ অক্টোবর পর্যন্ত।চলুন, একনজরে দেখে নিই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫পদের নাম ও বিবরণ১. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটরপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৪ শতাধিক পদে বড় নিয়োগ, আবেদন যেভাবেপদসংখ্যা : ০৬গ্রেড ও বেতন স্কেল : (গ্রেড-১৩) ১১০০০-২৬৯৫০ টাকা২. হিসাবরক্ষক কাম ক্যাশিয়ারপদসংখ্যা : ০৬গ্রেড ও বেতন স্কেল : (গ্রেড-১৫) ৯৭০০-২৩৪৯০ টাকা৩. বেঞ্চ সহকারীপদসংখ্যা : ০৫গ্রেড ও বেতন স্কেল : (গ্রেড-১৫) ৯৭০০-২৩৪৯০ টাকা৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা : ০৮গ্রেড ও বেতন স্কেল : (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০ টাকা৫.প্রসেস সার্ভারপদসংখ্যা :...