ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে চালু জুট টেক্সটাইল মিল প্রকল্পে সাতবছরে কেবল ২ শতাংশের মত কাজ হওয়ায় এবং ‘অনুমোদনহীন ব্যয়’ করার তথ্য দিয়ে প্রকল্পটি বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৫১৮ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ের ‘শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল (প্রথম সংশোধিত সমাপ্তিকরণ)’ প্রকল্পটি নেওয়া হয়েছিল ২০১৮ সালে; শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালে। তবে এখন পর্যন্ত ভূমি অধিগ্রহণসহ ব্যয় হয়েছে ৩৯ কোটি ৮২ লাখ টাকা। পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী ব্রিফিংয়ে এসে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আরেকটা খুব সুন্দর প্রকল্প, যেটা দেখে আমাদের প্রধান উপদেষ্টা মন খারাপ করেছেন। এ সুন্দর প্রকল্প, যেটাকে আমরা বন্ধ করে দিয়েছি।” তিনি...