গ্রাহকদের দেওয়া গ্যাস ও পানির বিলের টাকা আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড হালিশহর শাখার কর্মকর্তা তাজকেরাতুন নেছাকে (বরখাস্ত) পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত তাজকেরাতুন চট্টগ্রামের ভুজপুর থানার দাঁতমারা এলাকার আবদুল মজিদ খানের মেয়ে। বিষয়টি নিশ্চিত করে দুদকের পিপি মো. কবির হোসাইন জানান, বিলের টাকা আত্মসাতের দায়ে তাজকেরাতুন নেছাকে দণ্ডবিধির ৪০৯ ধারায় ৩ বছর ও ৪২০ ধারায় ২ বছর কারাদণ্ড এবং ৩ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৮ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে...