৭৫তম জন্মদিনে বিশাল জনসভায় বক্তব্য রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি পাকিস্তানকে উদ্দেশ্য করে ঘোষণা করেন—‘নতুন ভারত পারমাণবিক হুমকিতে ভীত নয়।’ মধ্যপ্রদেশের ধার জেলার উপজাতি অধ্যুষিত ভৈনসোলা গ্রামে আয়োজিত সমাবেশে মোদি পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিদুঁর’–এ ভারতীয় সেনাদের বীরত্বের প্রশংসা করেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস। তিনি বলেন, ‘আমাদের সাহসী সেনারা চোখের পলকে পাকিস্তানকে হাঁটুতে নামতে বাধ্য করেছিল। মাতৃভূমির নিরাপত্তা জাতির সর্বোচ্চ অগ্রাধিকার। পাকিস্তান থেকে আসা জঙ্গিরা আমাদের কন্যা ও বোনদের মর্যাদা কলঙ্কিত করতে চেয়েছিল। অপারেশন সিদুঁরের মাধ্যমে আমরা জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস করেছি। এটাই নতুন ভারত, যা পারমাণবিক হুমকিতে বিচলিত হয় না; শত্রুর ভূখণ্ডে প্রবেশ করে হুমকি নিঃশেষ করে আসে।’ এ সময় তিনি স্মরণ করেন ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর সর্দার বল্লভভাই প্যাটেলের ‘অদম্য...