জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, বিশেষজ্ঞরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য চারটি পদ্ধতির পরামর্শ দিয়েছেন। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. আলী রীয়াজ বলেন, বিশেষজ্ঞরা অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট এবং বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। কমিশনের মেয়াদ এক মাস বাড়ানোর প্রসঙ্গে তিনি আরও বলেন, নতুন করে কমিশনের মেয়াদ এক মাস বাড়ানোর আরেকটি কারণ হচ্ছে, যেকোনো কার্যালয় যদি এক বছর ধরে চলে, সেটি গুটিয়ে তুলতেও কিছুটা সময় লাগে। যাতে মেয়াদের মধ্যেই সেটি গুটিয়ে আনা যায়, সেটিও সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হয়েছে। সে পরিস্থিতিতেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এর আগে, সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি...