শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে এবং প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদেই রাস্তায় নেমেছেন তাঁরা। আন্দোলনরত শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম বলেন, বিএসসি ইঞ্জিনিয়াররা ৩ দফা দিয়েছে আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের উপক্ষো করার জন্য। আমাদেরকে সবসময় অবমূল্যায়ন করা হচ্ছে। অবিলম্বে ৩ দফা বাতিল করে আমাদের সাতদফা মেনে নিতে হবে। নরসিংদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের আহবায়ক আতিকুর রহমান বলেন, আমরা দীর্ঘ দিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন করছি। বারবার আমরা...