প্যারিসের ন্যাশনাল ন্যাচারাল হিস্ট্রি জাদুঘর থেকে ছয় লাখ ইউরো (প্রায় ৭ কোটি ৪৭ লাখ টাকা) মূল্যের স্বর্ণের নমুনা চুরি করা হয়েছে। জাদুঘরের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ফ্রান্সে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে ধারাবাহিক চুরির সর্বশেষ ঘটনা, যা নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। খবর এএফপির। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে চুরির ঘটনাটি ধরা পড়ে। অনুপ্রবেশকারীরা একটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার ও ব্লো টর্চ ব্যবহার করে জাদুঘরে প্রবেশ করে। চুরি হওয়া নমুনাগুলো ছিল মূলত স্থানীয় স্বর্ণ, যা প্রাকৃতিক ও অপরিশোধিত স্বর্ণ এবং রূপার একটি সংকর ধাতু। এর কাঁচা মূল্য প্রায় ছয় লাখ ইউরো হলেও ঐতিহাসিকভাবে এর মূল্য অপরিমেয়। স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, গত জুলাই মাসে সাইবার আক্রমণের মাধ্যমে জাদুঘরের অ্যালার্ম ও নজরদারি ব্যবস্থা অকার্যকর করে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, চোরেরা এই দুর্বলতার...