জীবনে সফল হতে চাইলে চেষ্টা ও পরিশ্রমের কোনো বিকল্প নেই। মানুষের দায়িত্ব হচ্ছে আন্তরিকভাবে প্রচেষ্টা করা, আর সফলতা দান করার মালিক আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ তাই পায়, যা সে করে। (সুরা আন-নাজম: ৩৯) এ আয়াত আমাদেরকে শেখায়, শুধু আশা করে বসে থাকলেই হবে না, বরং সাফল্যের জন্য নিরন্তর চেষ্টা করতে হবে। কেউ যদি ব্যর্থতার ভয় পেয়ে চেষ্টাই না করে, তাহলে সে কখনোই সফলতার মুখ দেখবে না। কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। (সুরা রা’দ: ১১) অর্থাৎ মানুষ যখন নিজের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে চেষ্টার ফল দান করেন। মানুষ যদি নিজের অবস্থা পরিবর্তনের চেষ্টাই না করে, তাহলে আল্লাহ তাআলা...