‘এপিনিক পলিসি সিগ’-এর কো-চেয়ার পূনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশের শায়লা শারমিন। গত ৪ থেকে ১১ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার’ বা এপিনিক-এর ৬০তম সম্মেলনে ‘এপিনিক পলিসি স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ’ বা সিগ-এর চেয়ার ও কো-চেয়ার পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পলিসি সিগ চেয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন নেপালের বিক্রম শেরেস্তা এবং কো-চেয়ার হিসাবে পূনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশের শায়লা শারমিন। শারমিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিস্টোফার হকার। দুজনের প্রাপ্ত ভোট যথাক্রমে ছিল ১৮২ ও ৭১। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ইন্টারনেট সম্প্রদায়ে পরিচিত শারমিন এপিনিক সদস্য প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসিতে সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট হিসাবে কাজ করছেন। আইএসপি, এন্টারপ্রাইজ ও ব্যাংকিং খাতে শারমিনের রয়েছে এক দশকেরও বেশি অভিজ্ঞতা। তিনি এপিনিক কমিউনিটি প্রশিক্ষক ও ‘বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ’...