রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ছয় দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেন তারা।আরো পড়ুন:রাকসু নির্বাচন; ১৭টি কেন্দ্রের ৯৯০টি বুথে ভোটগ্রহণরাকসু নির্বাচন: নিরাপত্তায় থাকবে ২ হাজার পুলিশ তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বছতা বজায় রক্ষার্থে অবশ্যই ‘স্বচ্ছ ব্যালট বাক্স’ ব্যবহার নিশ্চিত করতে হবে; ভুয়া ও জাল ভোট শনাক্তের জন্য বাধ্যতামূলক ‘ছবি যুক্ত ভোটার’ তালিকা প্রদান করতে হবে; ডিজিটাল কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রভাব প্রতিরোধ করতে হলে অবশ্যই ‘ম্যানুয়াল পদ্ধতি’র মাধ্যমে ভোট গণনা করতে হবে। অন্য দাবিগুলো হলো- ভোট চলাকালে ভোট প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বৈধ কার্ড/পাশধারী ব্যক্তি ব্যতীত অন্য কাউকে কেন্দ্রের ১০০ মিটারের...