চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে মার্কিন সামরিক বিমান অবতরণ এবং বন্দরনগরীর একটি হোটেলে মার্কিন সেনাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হচ্ছে। তবে এসব গুঞ্জন নাকচ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান সাত দিনব্যাপী যৌথ মহড়ার অংশ হিসেবেই মার্কিন সেনারা চট্টগ্রামে অবস্থান করছেন। গত রোববার বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’ নামের এই মহড়ার উদ্বোধন করা হয়। মহড়ার কার্যক্রম উদ্বোধন করেন ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। এতে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যরাও উপস্থিত ছিলেন। বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ও একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের...