ডাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এই জয়টা জামায়াতে ইসলামীর জন্য জাতীয় পর্যায়ের একটা চ্যালেঞ্জের হবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। তার ভাষ্য, ডাকসুতে শিবির যে মধ্যপন্থা অবলম্বন করেছে জামায়াত জাতীয় পর্যায়ে সেটি অ্যাপ্লাই করবে কিনা সেটি দেখার বিষয়। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন তাসনুভা জাবিন। তিনি বলেন, ‘ছাত্রশিবির কিন্তু ডাকসু নির্বাচনটা করেছে অন্য একটা নামে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে। তারা কিন্তু মধ্য ডানপন্থী একটা পন্থা অবলম্বন করেছে, সেখানে মেয়ে ছিল তাদের সঙ্গে এমনকি ছাত্রী সংস্থার বাইরের মেয়েরাও ছিল। আমার কাছে মনে হয়, ডাকসুতে শিবিরের এই জয়টা জামায়াতের জাতীয় পর্যায়ের একটা চ্যালেঞ্জের হবে। তারা একই আদর্শ ধারণ করে কিনা।’ তাসনুভা জাবিন আরো বলেন, ‘সামনে জামায়াতের অঙ্গীকারটা কী হবে, সেটি...