পিরোজপুরের কাউখালীতে নিখোঁজ জেলের মরদেহ দুদিন পর উদ্ধার করল কাউখালী নৌপুলিশ। আজ বুধবার সকালে কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের কালিগংগা নদীর চরে এক ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে সংবাদ পেয়ে নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত জেলে নজরুল ইসলাম (৫৬) পাশের নেছারাবাদ উপজেলার সেহাঙ্গল গ্রামের শাজাহান হোসেনের পুত্র। এ ব্যাপারে কাউখালীতে কর্মরত নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোর্শেদ বলেন, ‘এক জেলের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা মৃত জেলে নজরুল ইসলামের মরদেহ কালিগঞ্জ নদীর চর থেকে উদ্ধার করি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ডিসি স্যারের আদেশক্রমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...