আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হাইকোর্ট কর্তৃক বাতিল হওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি ও নিয়োগ সম্পূর্ণ বাতিল করা, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমাহীন ভর্তির সুযোগ বন্ধ করে উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু করা এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়াসহ একাধিক দাবিতে আমাদের এ কর্মসূচি। দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। আমরা মানুষের কষ্টের কারণ হতে চাই না, দ্রুত দাবি বাস্তবায়ন চাই। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরী শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। স্বতন্ত্র কারিগরী ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি। পরে দুপুর ১টার দিকে সদর উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন।...