গতকাল আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন নাসুম আহমেদ। তার অবিশ্বাস্য পারফরম্যান্সের কল্যাণে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার আশা এখনো টিকে আছে। এদিন আগে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ১ উইকেটে ৮৭ রান তুলেছিল বাংলাদেশ। তখন মনে হয়েছি স্কোর ২০০ ছুঁই ছুঁই হবে। কিন্তু পরের ১০ ওভারে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৬৭ রান। শেষ ১২টি বলের মধ্যে ৬টি ‘ডট’। এই দুই ওভারে রান উঠেছে ১৫, উইকেট পড়েছে ১টি। টি-টোয়েন্টিতে নতুন বলে ডেলিভারিগুলো স্টাম্প বরাবর রাখতে নাসুম আহমেদকে ইনিংসের প্রথম ওভারে বোলিং করতে দেওয়া হয়। বোলিংয়ে এসেই আফগানিস্তানের ইনিংসের প্রথম বলে উইকেট তুলে নেন নাসুম। সাদিকুল্লাহ আতাল আড়াআড়ি খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন। নাসুম নিজের তৃতীয় ওভারে ২ রান খরচ করে শিকার করেন আরেক উইকেট। এবার তার শিকার ইব্রাহিম জাদরান।...