ইরানের তেল বিক্রি বন্ধ করতে নতুন করে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার নিশানা হয়েছেন কয়েকজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের তেল বিক্রি ও অবৈধ তহবিল স্থানান্তরের সঙ্গে যুক্ত; যা দেশটির সামরিক কর্মকাণ্ডে সহায়তা করছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় (ওএফএসি) থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, তারা হংকং ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এক ডজনের বেশি ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড ও ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য (দেশের বাইরে থেকে) তহবিল স্থানান্তরে সহায়তা করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, যে তহবিল স্থানান্তর করা হয়েছে, তার কিছু অংশ এসেছে ইরানের তেল বিক্রি থেকে। নতুন নিষেধাজ্ঞার তালিকায়...