নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরও একজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের ১৭তম দিনে রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার এই জেরা অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন এবং তার জেরা শেষ করেন রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন, “গত ১৭ বছরে বাংলাদেশ ছিল এক প্রকার ফ্যাসিবাদের অধীনে পরিচালিত, যার কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা। ভারত সরকারের সরাসরি প্রভাব ও শেখ হাসিনার...