মহাসড়ক, জেলা ও উপজেলা সড়ক তো বটেই; শহরের গলিপথ, উড়ালসড়ক এমনকি ফুটপাতেও এদের অবাধ বিচরণ। অথচ সড়ক পরিবহন আইন অনুযায়ী এসব যানের জন্য কোথাও কোনো বৈধ অনুমোদন নেই। তবুও চালকেরা বিনা দ্বিধায় ব্যাটারিচালিত রিকশা নিয়ে রাস্তায় নামছেন, সড়কে তৈরি করছেন ভয়াবহ বিশৃঙ্খলা। গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, ব্যাটারিচালিত রিকশা এখন সড়কের এক ‘অঘোষিত শাসক’। মহাসড়ক থেকে শুরু করে অলিগলি কিংবা উড়ালসড়ক— কোনো জায়গাতেই এদের বিচরণ বাদ নেই। সম্প্রতি উত্তরা, খিলক্ষেত, বাড্ডা, মিরপুর ও নিউমার্কেট এলাকায় সরেজমিনে গেলে দেখা যায়, প্রতিটি সড়কেই এসব রিকশার বেপরোয়া চলাচল যেন নিয়মে পরিণত হয়েছে। উত্তরা এলাকার হাউজবিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মীসহ প্রতিটি সেক্টরেই প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যাটারিচালিত রিকশার দাপট চোখে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, আগে এই যানগুলো কেবল অভ্যন্তরীণ সড়কেই...