আফগানিস্তানের তালেবান সরকারকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)–এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেশটির মাটি থেকে এ গোষ্ঠীকে নির্মূলের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের হুঁশিয়ারি—এ বিষয়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হলে তা ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ হিসেবে বিবেচিত হবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি। ‘দ্য নিউজ’ পত্রিকার খবরে বলা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানের অন্তর্বর্তী রাষ্ট্রদূতকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বার্তা জানানো হয়। কাবুলের মাটিকে কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া যাবে না—এ কথাই স্পষ্টভাবে জানিয়ে দেন পাকিস্তানি কর্মকর্তারা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী রাষ্ট্রদূত সারদার আহমেদ শাকিবকে তলব করে অতিরিক্ত পররাষ্ট্র সচিব সৈয়দ আলী আসাদ গিলানি পাকিস্তানের উদ্বেগের কথা জানান। আরও পড়ুনআরও পড়ুনআফগান সীমান্তে পাকিস্তানের ১২ সেনা নিহত, ৩৫ সন্ত্রাসী হত্যা তলবের পেছনে কারণ হলো সাম্প্রতিক...