পর্যটন কেন্দ্র সাজেকে বেড়াতে গিয়ে জিপ গাড়ি দূর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ১ শিক্ষার্থী। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকু ওরফে রিংকু আক্তার। তিনি গাইবান্ধার বাসিন্দা। খুলনা বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ (ফিজিক্স) এর শিক্ষার্থী ছিলেন তিনি। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেক বেড়াতে যাওয়ার পথে সাজেক হাউস পাড়া এলাকায় সড়কের পাশে পাহাড়ের খাদে উল্টে যায় জিপ গাড়িটি। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থীর মৃত্যু হয়। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় চালকের বেপরোয়া গতি এবং অসাবধানতাকে দায়ী করছেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানা বলেন,...