জানা গেছে, তিনি শুধু প্রশাসনিক কাজে নয়, বিভিন্ন সময়ে সাধারণ মানুষকেও নানাভাবে সহযোগিতা করে আসছেন। তার এই আন্তরিকতা ও সমাজসেবামূলক কার্যক্রমে ঝিনাইগাতীবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রশাসনের কর্মকর্তারাও জিলন মিয়ার উদ্যোগ ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, এ ধরনের দায়িত্বশীল সদস্যরা সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রেখে থাকেন। এলাকাবাসীর দাবি, সমাজে শৃঙ্খলা ও সচেতনতা গড়ে তুলতে জিলন মিয়ার মতো নিবেদিতপ্রাণ মানুষের সংখ্যা বাড়ানো প্রয়োজন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ঝিনাইগাতী (শেরপুর) : জনস্বার্থে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন জিলন মিয়া -সংবাদ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আনসার ভিডিপি অফিসের সদস্য জিলন মিয়া দীর্ঘদিন ধরে জনস্বার্থে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। উপজেলা আনসার ভিডিপি অফিসার আয়শা আক্তারের নির্দেশনায় অবৈধ বালুবাহী গাড়ি আটক করে...