দেশের শোবিজের নন্দিত মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তার রূপ এবং গুণের প্রশংসা শুধু তার ভক্ত-অনুরাগীরাই করেন না, শোবিজ দুনিয়ার সতীর্থরাও তার প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ।এ প্রজন্মের অনেক মডেল-অভিনেত্রীর কাছে আইকন মৌ। কিন্তু সামাজিকমাধ্যমে ছেলের সঙ্গে পোস্ট করা ছবি ঘিরে কটূ মন্তব্যের শিকার হতে হয়েছিল তাকে। জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকের সপ্তম পর্বে সাক্ষাৎকারে এ কথা জানান মৌ। অপ্রত্যাশিত কটূ মন্তব্যের রাগ-ক্ষোভ উগড়ে তিনি বলেন, ছেলে বড় হয়েছে তাই সামাজিকমাধ্যমে এমন ছবি পোস্ট না করাই ভালো। মানুষ এত কটূ মন্তব্য করবে, সেটা একদমই আশা করিনি। ব্যক্তিগত বিষয় নিয়েও এমন প্রতিক্রিয়া হবে বুঝতে পারিনি। ঘটনার পর আমরা দুজনেই ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। মৌ আরও বলেন, আমি যখন এসব মন্তব্য পড়েছি, আমার ভেতরটা রাগে জ্বলে উঠেছে। কিন্তু কষ্টের বিষয় হল, আমার ছেলে...