ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বরাবরই দর্শকের আলোচনায় থাকেন। একসময়ের ব্যস্ত এই তারকা এখন বেছে বেছে কাজ করছেন। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সরব। প্রায়ই ভক্তদের সঙ্গে বিভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন। তবে এতে প্রশংসার পাশাপাশি কটাক্ষের শিকারও হতে হয় তাকে। সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে সেই যন্ত্রণার কথাই তুলে ধরেছেন প্রভা। তিনি লিখেছেন, “কেউ যখন হেসে হেসে খোঁচা মেরে কথা বলে, আমিও তার সাথে হাসি। আমার খারাপ লাগেনি তাকে বোঝাই। কিন্তু সত্যটা হচ্ছে খারাপ লাগে।”আরো পড়ুন:চটেছেন প্রভা!হানিমুনেও নাকি মাকে সঙ্গে নিতে হয়, প্রভার ইঙ্গিতপূর্ণ পোস্ট হানিমুনেও নাকি মাকে সঙ্গে নিতে হয়, প্রভার ইঙ্গিতপূর্ণ পোস্ট শুধু তাই নয়, এমন পরিস্থিতি তার ভেতরে কেমন তোলপাড় তৈরি করে সে কথাও জানান এই অভিনেত্রী। তিনি লিখেন, “কেন জানি যখন কেউ...