ঢাকা: প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট আগামী চার বছরে যুক্তরাজ্যে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় যুক্তরাজ্য সফরের প্রাক্কালে এই ঘোষণাটি আসে, যা উভয় দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক জোরদারে বড় এক ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে।মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে লিখেছেন, "আমরা আটলান্টিকের দুই প্রান্তের মানুষ ও ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই আজ আমরা যুক্তরাজ্যে চার বছরে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছি, যার মধ্যে দেশের বৃহত্তম সুপারকম্পিউটার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।"মাইক্রোসফট জানিয়েছে, ঘোষিত বিনিয়োগের অর্ধেক অর্থ—প্রায় ১৫ বিলিয়ন ডলার—ব্যয় করা হবে ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অবকাঠামো সম্প্রসারণে। এ বিনিয়োগ গবেষণা ও বাণিজ্যিক খাত উভয়েই প্রযুক্তিগত সহায়তা জোগাবে বলে জানানো হয়েছে।এদিকে রাষ্ট্রীয়...