হারলে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত। জিতলে সুপার ফোরে খেলার আশা টিকে থাকবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে গতকাল আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ ক্রিকেট দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ১৫৪ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় শ্বাসরুদ্ধকর ম্যাচে ১৪৬ রানে অলআউট হয় আফগানরা। ৮ রানের জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে আফগানিস্তানের ইনিংসে পাওয়ার প্লে-তে অসাধারণ বোলিং করেছে বাংলাদেশ। ওভারপ্রতি ৭.৭ করে রান তোলার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান প্রথম ৬ ওভারে ২ উইকেটে মাত্র ২৭ রান তুলতে পারে। আফগানিস্তানের সামনে (আস্কিং) প্রয়োজনীয় রান রেট তখন ৯–এর বেশি। আসলে পাওয়ার প্লে-তেই বেশি খানিকটা পিছিয়ে পড়েছিল আফগানিস্তান। কিন্তু ঘুরেও দাঁড়িয়েছে। গুলবদিন নাঈবের সঙ্গে রহমানউল্লাহ গুরবাজের তৃতীয় উইকেটে ৩৩ রানের জুটি ও ষষ্ঠ উইকেটে করিম জানাতের সঙ্গে আজমতউল্লাহ ওমরজাইয়ের ৩২ রানের...