ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি জানিয়েছে, উত্তর গাজার প্রধান যোগাযোগ লাইনে ইসরায়েলি বাহিনী হামলা চালানোর পরই পুরো গাজা সিটিতে ডিজিটাল অন্ধকার নেমে আসে।গাজা সিটির সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বার্তাসংস্থা এপি’র সাংবাদিকরা। শহরের কোনো বাসিন্দার সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তারা জানিয়েছেন।এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জনই গাজা সিটির বাসিন্দা। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।গাজার জনজীবন বর্তমানে গভীর সংকটে রয়েছে। একদিকে ইসরায়েলি স্থল ও বিমান হামলা, অন্যদিকে যোগাযোগ বিচ্ছিন্নতা—এই দুইয়ের কারণে মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা সিটিতে চলমান স্থল হামলায় অংশ নিয়েছে তাদের দুটি ডিভিশন। এ দুটি ডিভিশনে হাজার হাজার সেনা রয়েছে।স্থল হামলা শুরুর আগে গত কয়েক...