সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ১৭ সেপ্টেম্বর দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এই রায় প্রদান করেন। এই হত্যা মামলায় আরও দুজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার বহুলি ইউনিয়নের মো. আব্দুল আলিম, আবু বক্কর, মো. মোজাম আলী ও আব্দুর রউফ। দুই বছর সাজাপ্রাপ্তরা হলেন, আব্দুল্লাহ ও মোস্তাফিজ হোসেন। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল হায়দার রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা এবং গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের...