নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যতম বৃহৎ রাইড-শেয়ারিং কোম্পানি উবার এক যুগান্তকারী উদ্যোগ নিতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের মধ্যে তারা যাত্রীদের জন্য হেলিকপ্টার ও সি-প্লেন ভাড়া করার সুবিধা চালু করবে — সরাসরি উবার অ্যাপের মাধ্যমেই। এই পরিষেবার জন্য উবার অংশীদার হয়েছে জোবি এভিয়েশন নামক একটি বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা কোম্পানির সঙ্গে। জোবি সম্প্রতি ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে, যারা বর্তমানে নিউইয়র্কসহ বিভিন্ন শহরে বিলাসবহুল হেলিকপ্টার ফ্লাইট সেবা দিয়ে আসছে। এই একত্রীকরণের ফলে, ভবিষ্যতে যাত্রীরা তাদের ফোনের উবার অ্যাপ ব্যবহার করে যেমন গাড়ি বা ট্যাক্সি ডাকে, ঠিক তেমনভাবেই এয়ারক্রাফট বুক করতে পারবে — হেলিকপ্টার বা সি-প্লেন। যদিও এখনো নির্দিষ্ট শহর বা রুট চূড়ান্ত করা হয়নি, তবে উবার ও জোবির কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দর-কেন্দ্রিক ভ্রমণ হবে তাদের প্রাথমিক লক্ষ্য। অর্থাৎ, শহরের কেন্দ্র থেকে...