ভারতীয় সিনেমার জগতে প্রতিভার এক উজ্জ্বল নাম প্রিয়া আনন্দ। আজ তার জন্মদিন উপলক্ষে আমরা এক নজরে দেখব, কীভাবে এই অভিনেত্রী চলচ্চিত্র জগতে নিজস্ব ছাপ রেখে চলেছেন এবং ফ্যাশন সেন্সের দিকেও তিনি সমানভাবে প্রশংসিত। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে প্রিয়া আনন্দ তার চলচ্চিত্র জীবন শুরু করেন নির্ভীক ও বিভিন্ন চরিত্রের মাধ্যমে। তার অভিনয়ের বিশেষত্ব হলো-প্রতিটি চরিত্রের আবেগ ও অনুভূতিকে তিনি অত্যন্ত প্রাকৃতিকভাবে ফুটিয়ে তুলেন। রোমান্টিক, কমেডি কিংবা থ্রিলার-যে কোনো ধরনের গল্পেই প্রিয়া নিজস্ব আবহ যোগ করতে সক্ষম। দর্শকরা তাকে শুধু চরিত্র হিসেবে নয়, বরং এক সত্যিকারের শিল্পী হিসেবে গ্রহণ করেছেন। ফিল্মি দুনিয়ায় প্রিয়া আনন্দকে শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, বরং ফ্যাশন আইকন হিসেবেও দেখা হয়। তিনি নিয়মিত শো, রেড কার্পেট এবং সামাজিক অনুষ্ঠানে তার স্টাইল দিয়ে সবার নজর কেড়েছেন। প্রিয়ার ফ্যাশন সেন্সে...