মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহন বাসের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উথলী সংযোগ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর পাটুরিয়া আরসিএল মোড়ে দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেল আরোহী তেওতা একাডেমীর শিক্ষার্থী রিয়াদ রেজা (সতেরো)। ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সেলফি পরিবহনের বাসের এই দুর্ঘটনার প্রতিবাদে সর্বস্তরের জনগণ ফুঁসে উঠে। শিক্ষার্থী নিহতের পর পরিবহন সার্ভিস বন্ধ বা বয়কটের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। প্রায় এক যুগ আগে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট থেকে ঢাকার গাবতলী পর্যন্ত “সেলফি পরিবহন” নামে বাস সার্ভিস চালু হয়। শুরুতে ৩০–৩৫টি বাস সমন্বয়ে নির্দিষ্ট স্টপেজে উন্নত সার্ভিসের প্রতিশ্রুতি দিয়ে অধিক ভাড়ায় চালু হয়। কিছুদিন না যেতেই আরও অনেক বাস যুক্ত হয়। তবে...