বাংলাদেশের দারুণ লড়াই মুগ্ধ করেছে ভারতীয় সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরকে। তবে আফগানিস্তানকে নিয়ে তিনি মোটেও আশাবাদী নন।বরং এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে আফগানকে মানতে একেবারেই নারাজ তিনি। এশিয়া কাপের বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ যেভাবে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে, তাতে স্পষ্ট হয়ে গেছে আফগানদের দুর্বলতা। ইএসপিএনক্রিকইনফোর বিশ্লেষণে জাফর বলেন, “ভালো দলের বিপক্ষে এখনো তারা কখনও দেড়শ রান তাড়া করতে পারেনি। যারা রান তাড়ায় ভয় পায়, তাদের এখনই দ্বিতীয় সেরা দল বলা যায় না। ” ম্যাচে শেষ দশ ওভারে ব্যাট হাতে বাংলাদেশ ছন্দ হারালেও বল হাতে নিয়ন্ত্রণটা দুর্দান্ত ছিল। সেটাই মুগ্ধ করেছে জাফরকে। তিনি বলেন, “শুরুটা অসাধারণ ছিল। ১০ ওভারে ৮৭ রান তুলেছিল। কিন্তু এরপর ধস নামলো। শেষ দিকে হয়তো ২০ রান কম হয়েছে। তবে বল হাতে নাসুম, রিশাদরা দারুণ করেছে। ফিল্ডিংও ছিল...