বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমায় গান লিখেছেন কবি পিয়াস মজিদ। আগামী ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল রশিদ। পরিচালক ইরানি নির্মাতা মুরতাজা আতাশ জমজম। পিয়াস মজিদের লেখা ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ শীর্ষক গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের বেলাল খান ও ইরানি শিল্পী মোনা আসকারি। গানটির সুর করেছেন বেলাল খান, সংগীত পরিচালনায় ছিলেন ফ্রান্সের ফুয়াদ হেজাজি। ফেরেশতে নির্মিত হওয়ার পর নানা আন্তর্জাতিক উৎসবে প্রশংসা ও সম্মাননা পেয়েছে। মানবিক বার্তার শক্তিশালী উপস্থাপনার জন্য ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে জাতীয় পুরস্কার জিতে...