চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে হারার পর বেনফিকা তাদের প্রধান কোচ ব্রুনো লাজকে বরখাস্ত করেছে। এবার নিজেদের ডাগআউটে জোসে মরিনহোকে আনতে তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পর্তুগিজ ক্লাবটি। চুক্তিটি পাকা হলে যেখানে কোচিং ক্যারিয়ারের শুরু সেখানেই আবার ফিরতে চলেছেন মরিনহো। গত আগস্টে ফেনেরবাচ থেকে বরখাস্ত হন মরিনহো। তিনিও বেনফিকার দায়িত্ব নিতে আগ্রহী। যদিও এখনো চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়নি। এমনটিই জানিয়েছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন। ৬২ বছর বয়সী মরিনহো ২০০০ সালে বেনফিকা থেকেই কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন। কিন্তু মাত্র ১০ ম্যাচ পরই সেখান থেকে সরে দাঁড়ান তিনি। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়নস লিগে কারাবাগের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় বেনফিকা। এমন হারের পর ক্লাবটি লাজের ওপর আস্থা হারায়। এরপর তারা নতুন কোচ নিয়োগে তৎপর হয়েছে।...