হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানের কড়া পদক্ষেপের পর চুপ করে বসে নেই ভারতও। এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলে অধিনায়ক সূর্যকুমার যাদব ট্রফি নেবেন না মহসিন নাকভির হাত থেকে। নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও। সেই কারণেই ভারত চ্যাম্পিয়ন হলেও তার হাত থেকে যাদব ট্রফি নেবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ভারতীয় গণমাধ্যমের খবর, শুধু চ্যাম্পিয়ন হলেই নয় ফাইনালে উঠলেও ভারতীয় দল পুরস্কার বিতরণের মঞ্চে উঠবে না। ফাইনালে হেরে গিয়ে রানার্সআপ হলে হয়তো সেই ট্রফি নাকভি দেবেন না। কিন্তু যেহেতু তিনি মঞ্চে থাকবেন, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ভারতের সংবাদমাধ্যম পিটিআই একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘যদি ভারত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে ওঠে, তা হলে ভারতীয় ক্রিকেটাররা নাকভির সঙ্গে পুরস্কার মঞ্চে থাকবেন না। এসিসি প্রধান হিসেবে নাকভিরই চ্যাম্পিয়ন দলের হাতে...