প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাজারে মাদারবোর্ড (পিসিবি ও পিসিবিএ) রপ্তানির কথা জানিয়েছে ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী কোম্পানি—ওয়ালটন। এর মধ্য দিয়ে বাংলাদেশের হাই-টেক পণ্য উৎপাদন খাতে নতুন মাইলফলক অর্জিত হল বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ালটনের তৈরি এসব মাদারবোর্ড যুক্তরাষ্ট্রের তৈরি গানশট শনাক্তকরণ এবং জরুরি উদ্ধারকাজ পরিচালনা ব্যবস্থার সিকিউরিটি ডিভাইসে ব্যবহার করা হবে। ওয়ালটন বলছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের উইসকনসিন প্রদেশে অবস্থিত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের অনুকূলে প্রায় আড়াই হাজার মাদারবোর্ড রপ্তানি হচ্ছে, যার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। সোমবার রাতে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানে বাজারে আসা ওয়ালটনের দুই মডেলের পরিবেশবান্ধব তাকিওন ইলেকট্রিক বাইক বা ই-বাইকও উন্মোচন করেন অতিথিরা। আধুনিক ডিজাইন, শক্তিশালী মোটর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং মাত্র ১০-১৫ পয়সা খরচে প্রতি কিলোমিটারে চলার সুবিধাযুক্ত ওয়ালটনের নতুন...