একসময় বাণিজ্যিক সিনেমার জনপ্রিয় মুখ ছিলেন বাপ্পী চৌধুরী। নিয়মিত সিনেমায় কাজ করতেন, পরিচালকদের কাছে শাকিব খান পরবর্তী মাঝারি বাজেটের সিনেমায় তাকে বিকল্প হিসেবে ভাবা হতো। ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেকের পর কয়েকটি হিট ছবি উপহার দেন বাপ্পী। মাহিয়া মাহি ও আঁচলের সঙ্গে জুটি গড়ে শুরুর দিকে দর্শকের ভালোবাসাও কুড়িয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সেই জনপ্রিয়তা টেকেনি। প্রায় এক যুগের ক্যারিয়ারে ৫০টির মতো চলচ্চিত্রে অভিনয় করলেও গত দুই বছর ধরে তিনি পুরোপুরি আড়ালে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত শত্রু, জয় বাংলা ও কুস্তীগির ছবিগুলো ব্যবসায় ভরাডুবির মুখে পড়ে। এরপর আর ক্যামেরার সামনে পাওয়া যায়নি তাকে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব নন নায়ক বাপ্পী। গেল শিল্পী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচনে করেও হেরেছিলেন এই নায়ক। ২০২৪ সালের মার্চে মাকে হারিয়ে ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে সরে গেছেন...