সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ের দেরায় গাউছিয়া কমিটি বাংলাদেশ নাখিল ইউনিট শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপযাপিত হয়েছে। রবিবার স্থানীয় একটি হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ মো. দিদারুল আজমের সঞ্চালনায় মাহফিলের সভাপতিত্ব করেন নাখিল ইউনিট শাখার সভাপতি হাজী মো. ওসমান গনি। এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মো. ফজলুল কবির চৌধুরী, মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা মো. ইমাম উদ্দিন খালেদ, বিশেষ বক্তা ছিলেন মাওলানা ওসমান আলী জামী, মাওলানা সিরাজ উদ দৌলা চৌধুরী, মিজানুর রহমান হানাফি ও মাওলানা মোহাম্মদ শাহজাহা। মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জহিরুল ইসলাম, মাওলানা দিদারুল...