নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ওঠানামা অব্যাহত থাকলেও বিনিয়োগকারীদের আগ্রহ কমছে না। চলতি বছরের শুরু থেকেই বাজারে স্থিতিশীলতা ফেরার ইঙ্গিত মিলেছিল। স্বাভাবিক উত্থান-পতনের মধ্য দিয়েই লেনদেন বাড়তে থাকে। বিনিয়োগকারীরাও লোকসান থেকে ঘুরে দাঁড়িয়ে মুনাফা তুলতে শুরু করেছিলেন। তবে গত সপ্তাহের শুরু থেকে সূচকের ধারাবাহিক অগ্রযাত্রায় কিছুটা ছন্দপতন হয়। এরই মধ্যে আগেরদিন মঙ্গলবার ডিএসইতে সূচক বেড়েছিল প্রায় ৩৫ পয়েন্ট। তবে পরদিন আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সেই ধারা আর থাকেনি। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক কমে যায় ১৭ পয়েন্টের বেশি। যদিও দিনের শুরুতে বাজার বেশ চাঙ্গা ছিল। লেনদেন শুরুর প্রথম দশ মিনিটে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪১ পয়েন্টে পৌঁছায়। তবে দুপুরের পর থেকে টানা মুনাফা বিক্রির চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত সূচক পতনে দিন শেষ হলেও...