ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনায় তুমুল উত্তেজনা চলছে। আলাপকালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মোদির প্রচেষ্টারও প্রশংসা করেন ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে আপনার সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ!’ তিনি মোদির সঙ্গে ফোনালাপকে ‘অসাধারণ’ বলেছেন এবং তার প্রশংসা করে বলেন ভারতের এই নেতা ‘চমৎকার কাজ’ করছেন। মোদিও ‘এক্স’-এর এক পোস্টে ট্রাম্পকে তার শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, তিনি এই দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে বদ্ধপরিকর। একইসঙ্গে মোদি জানান, ইউক্রেন সংঘাতের ‘শান্তিপূর্ণ সমাধানের’ জন্য তিনি ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন করেন। তবে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। রুশ তেল কেনা অব্যাহত...