বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে কেবল সিজিপিএ থাকা যথেষ্ট নয়। শিক্ষাজীবন শেষের পর জীবনের নতুন অধ্যায় শুরু হয়। সেই অধ্যায়ে টেকসই সাফল্য নিশ্চিত করতে প্রয়োজন বাস্তব দক্ষতা। এগুলো শিক্ষার্থীকে কেবল প্রতিযোগিতায় এগিয়ে রাখে না বরং আত্মবিশ্বাসী এবং সমাধানমুখী করে তোলে। কয়েকটি গুরুত্বপূর্ণ দক্ষতার মধ্যে একটি হলো যোগাযোগের দক্ষতা। যোগাযোগের দক্ষতা মানে কেবল কথা বলা বা লেখা নয়। এটি হলো নিজের চিন্তা, অনুভূতি এবং ধারণাকে স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতা। শিক্ষার্থী যখন নিজের মতামত আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারে; তখন সে একাডেমিক প্রেজেন্টেশন, গ্রুপ ডিসকাশন বা চাকরির সাক্ষাৎকারে সফল হতে পারে। কার্যকর যোগাযোগ অন্যদের সঙ্গে সম্পর্ক গঠনের ক্ষেত্রেও সহায়ক, যা দীর্ঘমেয়াদে পেশাগত সাফল্যের ভিত্তি গড়ে। আরেকটি দক্ষতা হলো সমস্যা সমাধানের ক্ষমতা। জীবন এবং পেশাজীবনে চ্যালেঞ্জ আসবেই। সমস্যার মুখোমুখি হয়ে কার্যকর সমাধান খুঁজে বের করার...