ভারতীয় টেলিভিশনের এক উজ্জ্বল নক্ষত্র সানায়া ইরানির জন্মদিন আজ। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে কোটি কোটি দর্শকের মন জয় করা এই অভিনেত্রী শুধুমাত্র অভিনয়েই নয়, ফ্যাশনের ক্ষেত্রেও স্বতন্ত্র পরিচয় গড়েছেন। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে সানায়া ইরানি টেলিভিশন জগতে পা রাখেন ছোট একটি চরিত্র দিয়ে, কিন্তু দ্রুতই তার অভিনয়ের গভীরতা ও প্রাঞ্জলতা দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে, তিনি ‘ইশকবাৎ’ এবং ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে তার অভিনয় দিয়ে সমালোচক ও দর্শক উভয়ের কাছেই প্রশংসা অর্জন করেন। তার অভিনয়ের বিশেষত্ব হলো-প্রতিটি চরিত্রের আবেগ, ভঙ্গি এবং অভিব্যক্তি এতটাই প্রাকৃতিকভাবে ফুটিয়ে তোলেন যে দর্শক সহজেই তার সঙ্গে আবেগগতভাবে জড়িয়ে পড়ে। টেলিভিশনের সীমার মধ্যে থাকলেও, সানায়া ইরানি তার ফ্যাশন সেন্স দিয়ে আলাদা এক পরিচয় তৈরি করেছেন। তিনি সাধারণত ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ওয়্যার এবং ওয়েস্টার্ন লুকে সমানভাবে পারদর্শী। শাড়ি, লেহেঙ্গা...