বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় টানা দুই দিন সাক্ষ্য প্রদান শেষে সাংবাদিক মাহমুদুর রহমানকে জেরা করেছেন আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন।বুধবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দ্বিতীয় দিনের মতো মাহমুদুর রহমানকে জেরা করেন আমির হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।এর আগে জবানবন্দিতে মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে আওয়ামী লীগের শাসনামলের পটভূমি, হত্যা, গুম ও নির্যাতনের বিভিন্ন বর্ণনা দেন। বর্ণনা দেন জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যাসহ গত ১৬ বছরের গুম-খুনেরও। কিন্তু রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন জেরাকালে মামুদুর রহমানের এসব বক্তব্য অসঙ্গত বলে দাবি করেন এবং শেখ হাসিনার শাসনামলে কোনও দুর্নীতি কিংবা হত্যাকাণ্ড ঘটেনি বলেও জানান।জেরার একপর্যায়ে সাক্ষীর বক্তব্য অস্বীকার করে আমির হোসেন বলেন, শেখ হাসিনার শাসনামলকে ১৫ বছরের ‘চরম...