দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে স্বচ্ছতা আনতে সব টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, এ সংক্রান্ত আইন আগামী সপ্তাহেই গেজেট আকারে প্রকাশ করা হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আগামী সপ্তাহেই আইন গেজেট আকারে প্রকাশ হবে। এর ফলে রেলখাত, জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে গুটিকয়েক প্রতিষ্ঠানের আধিপত্য বন্ধ হবে। কারো প্রভাব নয়, যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হবে। কোনো প্রতিষ্ঠান ঋণ খেলাপি হলে বা আগে অনিয়মে জড়িত থাকলে তাদের দরপত্রে যোগ্য হিসেবে বিবেচনা করা হবে না। তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন স্তরে অনিয়ম ও দুর্নীতি বন্ধে সরকার ইতিমধ্যেই নীরব বিপ্লব ঘটিয়েছে। এতে প্রকল্প পরিচালক হতে কর্মকর্তারা আগ্রহ কম দেখাচ্ছেন।...